খুব কাছে আসতে নেই 

খুব কাছে আসতে নেই 

সারমিন জাহান মিতু 

ভালোবাসলে খুব কাছে আসতে নেই - 

নোনাজলের ঢেউয়ে দূরে বহুদূরে সরে যায়-

 বুকের স্পন্দনে তখন অন্ধরাত্রি নেমে আসে।

সম্পর্কটা তখন একঘেয়েমি লাগে - 

ধীরে ধীরে ভালো লাগা গুলো ঘাসের উপর শিশির কণার রোদের আলিঙ্গনে মৃত্যু। 

তবুও ভালোবাসা ক্ষয়ে ক্ষয়ে বেঁচে থাকে- জীবন যুদ্ধ যেখানে নীরবতায় থেমে যায়। 

তাই আমি আর কাছে আসতে পারিনি তোমার - 

বিষন্ন একলা পাখিটি মরুদ্বীপে রোজ তোমাকে আমার করে চাই, 

কিন্তু তার কোন মানে নেই জানি - জানি জীবনটা ছোট ছোট সুখ - দুখের আর খুনসুটির মাখামাখি। 

বেঁচে থাকার সঙ্গে সংঘাত করি ঠিক সংগ্রামী যুদ্ধবাজের মতো - 

বিধ্বস্ত মন আমার একটু শান্তির জন্য -

 একটু ভালোবাসার জন্য তোমাকে চায়, 

ক্ষুধার্ত হিংস্র হায়েনার মতো। 

কিন্তু আমার ভেতর হতে যে সংযম হারানোর ভয়ে কুঁকড়ে রাখে- 

সেখানে আমি বড্ড বেশি অসহায়, 

আসলে আমি ঠিক কাঙালি ভোজের আয়োজনে ভালোবাসার মূল্যায়ন করতে পারবো না কোনদিন। 

ওটুকু বুকের ভেতর জমাট থাকুক না হয় তোমার জন্য - কাছে এসে চিরদিনের মতো নাই-বা হারালাম ভালোবাসাকে।

তুমি ভালো আছো এটুকু জেনে না হয়- ফিরে যাই একটা দীর্ঘনিশ্বাস বুকে চেপে রেখে।