শান্তি চাই

শান্তি চাই


কাজল দত্ত

যুদ্ধে মাতে দুটি পাশাপাশি দেশ
চারিদিকে বারুদের গন্ধ,
ছেঁয়েছে আকাশ কালো ধোঁয়ায়
আগ্রাসী নীতির দ্বন্দ্ব।

আকাশ পথে ইউক্রেনে চলছে-
হানা রাশিয়ার আগ্রাসনে,
কত নিরীহ নাগরিকের সচল দেহ
ঢাকে একফালি সাদা কাফনে।

পুড়ছে শহর, ধ্বংস মেরুদন্ড
তবুও অনড় রুশিয়া,
সেনা নাগরিক কাঁধ মিলিয়ে
করছে প্রতিহত ইউক্রনিয়া।

শিকড় ছিঁড়ে,দেশ হারিয়ে গৃহহারা
আজ অন্যের শরণার্থী,
এক লহমায় নিরীহ নাগরিক হয়
গলগ্রহের পদপ্রার্থী।

এ রক্তক্ষয়ী যুদ্ধ আর নয়-
শান্তি চাই সকল দেশে,
কি হবে এমন যুদ্ধ! হিটলারও
বেঁচে নেই,তাই-
বাঁচুক সবাই ভালোবেসে।