শব্দহীন উড়ে যায় যৌবন

শব্দহীন উড়ে যায় যৌবন


রুদ্র সাহাদাৎ 

শব্দহীন উড়ে যায় পুড়াযৌবন
জলজ হাওয়ায় হাওয়ায় ঘুরছে মন

ঝর্ণাধারার বিরহী সুরে কাঁদে জীবন 
কাঁদে চারপাশ কাঁদে দু'নয়ন। 

ডিঙি নৌকায় বসে থাকি, জোয়ার ভাটার  খেলায় শঙ্কায় মুখ দেখি না, আয়না কিংবা জলে 

শূন্যঘরে আরো শূন্যতা খুঁজি 
অন্ধকারে আরো অন্ধকার।