সুললিতা  ( ১০ ম পর্ব ) 

সুললিতা   ( ১০ ম পর্ব ) 

আব্দুল হাকিম 

নিশান্তের পৃথিবী যখন চারিদিক নিঃসাড় নিঝুম

সহসা তোমার যৌবনের মায়ায় ভেঙে গেলো ঘুম

আবেগী তরুণের মত যবে মেলিনু নেশাঘোর নয়ন

হেরিলাম চন্দ্রিমা ভেজা তোমার সেই চিরযুবা বদন

আমি শুধু তৃষাতুর নয়নে চাহি

তোমার কৌমুদী যৌবনে অবগাহি

আমার এ দীন প্রেমের কীর্তনে

দিলাম ভক্তি তোমার নাঙ্গা চরণে।

আমি উলঙ্গ হৃদয়ে তোমাকে করেছি ঢের আশ্লেষ

আজ কত বর্ষ ধরে, তোমাকেই দিয়েছি প্রেম অশেষ। 

প্রত্যাহ নিশিতে সোনালী প্রত্যুষ অবধি

বিমোহীত নয়নে তোমারে চেয়েছি নিরবধি।

বসনবিহীন তোমার অটবি কটিদেশে

ঢের প্রণয়ে মিশে অনিমেষে ভালোবেসে।

এরুপে অনিবার করেছি গো কত যুগ পার!

দিয়েছি তোমারে কুমারের প্রেম বেসুমার।

হৃদয়তলে গাথা মোর অজস্র ব্যথা!

সুললিতা, তুমিই বুঝেছো শুধু আমার সে কথা।

চারিদিক বিজনিক সমস্ত সংসার নিথর

শুধু আমরা দুজন প্রেমের গানেতে মুখর,

সমস্ত নিঃসঙ্গের মাঝে শুধু আমাদের সঙ্গ

সৃজিয়াছে হৃদার্ণবে অতল প্রেমের তরঙ্গ।

পৃথিবীর এই রূপ যৌবন নদে করি প্রণয় স্নান

যদি নাহি হতো কভু মোর জীবনের অবসান,

যদি নাহি লুটিত হইতো ভূলুণ্ঠিত মোর কায়া

অনন্তে রাখিতো বাঁচিয়ে তোমার যৌবন মায়া

তবে তোমারি মুখপানে চাহি আমি অনন্তকাল

হৃদমাঝে গড়িয়া ঘর কাটাতেম জীবনের কাল।

তোমার আদুল বুকে নরম অধরে চুম্বন করি

লভিতাম অঢেল প্রণয় অসীম হৃদয় ভরি -

যেনো মনে হয় তুমি মোর বহু প্রাচীন পরিচিতা

সহস্র যুগ ধরে তোমারেই বেসেছি ভালো - সুললিতা।