দুটি মন

দুটি মন

আল সারোয়ার হৃদয়

কথা ছিল গোটা পাঁচ

বেহিসাব ব্যথা আঁচ 

ডুব দিলে পথে নেমে সম্মান ভাঙে কাচ

মুখ ঢাকে ক্ষমা, নাচ।

পথে টান বলি কি যে

গৃহহীন হই নিজে

ভালোবাসা থমথম অনাদরে রয় ডি.জে

নরনারী গিজগিজে।

চোরা দিন আজ বটে

হায় পীড়া ঢালো পটে

এত ব্যথা যাব ভুলে নিজ হতে জানি চটে

তবু রই সঙ্কটে।

শুধু খেলা ঝড় মূলে

শপথের কথা ঝুলে

এত কাছে দুই দিকে পড়ে রই কূলে কূলে

দুটি মন সব ভুলে।