ছন্দে ছন্দে হিন্দু বিয়ে
হৃষীকেশ রায় শংকর
বিয়ে বাড়ী হৈ চৈ ঢাক ঢোল বাজছে
বাঁশির সুরে গান ধরে খোকন সঙ সাজছে।
হাততালি দিয়ে ওরা ধামাইল গান ধরছে
নেচে নেচে গান গেয়ে লোক জড়ো করছে।
কুঞ্জ নিয়ে ব্যস্ত সব কেউবা ফুল কাটছে
কি করা যায় ভেবে মেয়ের বাবা হাঁটছে।
বর এসেছে বর এসেছে একটা রব উঠছে
ছেলে মেয়ে সব মিলে গেইটের দিকে ছুটছে।
কিছুটাকা দিয়ে ওরা বরকে ছাড় করছে
বর নিয়ে বরযাত্রীরা ভেতরে ঢুকে পড়ছে।
লাল নীল হলুদ বাতি কেমন সুন্দর জ্বলছে
কলসি কাঁখে সব সখিরা জল আনতে চলছে।
ঠিক সময়ে ঠাকুরমশাই বিয়ের মন্ত্র পড়ছে
পাশাপাশি সব মেয়েরা বিয়ের গান ধরছে।
সাতপাক দিচ্ছে কনে মালা হাতে চলছে
রাধা কৃষ্ণের মিলন বলে প্রেমধ্বনি বলছে।
বিয়ের শেষে বর কনে পাশাখেলা খেলছে
হারজিত আছে বলেই পাশা লুকিয়ে ফেলছে।
এভাবেই এ দেশে অহরহ হিন্দু বিয়ে চলছে