জুবায়ের আহমেদ খান মিলন "সাফরন ওয়াল্ডন" কাউন্সিলের প্রথম ব্রিটিশ বাংলাদেশী মেয়র হিসেবে দ্বায়িত্বভার গ্রহন করেছেন ।

বাংলাভাষী ডেস্ক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের কৃতিসন্তান ইংল্যান্ডে বসবাসরত কমিউনিটির অত্যন্ত প্রিয়ব্যক্তিত্ব, দক্ষ সংগঠনক জুবায়ের আহমেদ খান মিলন "সাফরন ওয়াল্ডন" কাউন্সিলের প্রথম ব্রিটিশ বাংলাদেশী হিসেবে গত ২৪শে মে ২০২৫, মেয়র হিসেবে দ্বায়িত্বভার গ্হন করেছেন । এর আগে একই কাউন্সিলে তিনি ডেপুটি মেয়র এবং কাউন্সিলর হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে কমিউনিটিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল ও সিলেট এমসি কলেজের সাবেক শিক্ষার্থী। তাঁর এই অর্জনে এলাকাবাসী ও ইংল্যান্ডে বসবাসরত কমিউনিটি আনন্দিত ও গর্বিত।
জুবায়ের আহমেদ খান মিলন গোলাপগঞ্জের বিভিন্ন সেবামূলক ও সামাজিক সংগঠন, বিশেষ করে তার নিজ গ্রামের সেবামূলক সংগঠন দত্তরাইল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন।