মালদ্বীপে বেড়েছে চীন ও রাশিয়ার পর্যটক, পিছিয়ে নেই বাংলাদেশ
বাংলাভাষী ডেস্ক::
চলমান কূটনৈতিক উত্তেজনার জেরে মালদ্বীপবিমুখ ভারতীয়রা। ২০২৩ সালে মালদ্বীপের জন্য বৃহত্তম পর্যটন বাজার ছিল ভারত। ভ্রমণে শীর্ষে থাকা সেই ভারতের অবস্থান এখন ষষ্ঠ। দেশটিতে ভ্রমণে এখন শীর্ষে চীন।
গত তিন মাসে চীন ও রাশিয়া থেকে মালদ্বীপে হাজার হাজার পর্যটক ঘুরতে গিয়েছেন। গত বছর মালদ্বীপে ভারতীয়দের ঘুরতে যাওয়ার যে হিড়িক ছিল, বর্তমানে সেই জোয়ারে টান পড়েছে।
বিশ্লেষকদের মতে, সম্প্রতি ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কের অবনতির কারণেই এই পতন। তবে চীন ও রাশিয়া থেকে আসা পর্যটকের সংখ্যায় প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড সৃষ্টি করেছে সমুদ্রস্বর্গ মালদ্বীপে। নানা প্রতিবন্ধকতার মাঝেও পর্যটকরা ইতিবাচক সাড়া দেয়ায় স্বস্তি ফিরেছে দ্বীপ রাষ্ট্রটিতে।
পর্যটন নির্ভর মালদ্বীপের অর্থনৈতিক মেরুদণ্ড দুর্বল করতে বয়কটের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। মালদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা কমলেও, সেই শূন্যতা পূরণ করেছে চীন ও রাশিয়া। প্রতিদিন দেশটিতে হু হু করে বাড়ছে পর্যটকের সংখ্যা।
মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে ১৭ মার্চ পর্যন্ত মালদ্বীপে ৫ লাখ ১৩ হাজার ৩৭৭ জন পর্যটক ভ্রমণে এসেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে চীন থেকে ৬০ হাজার ৬৯৯ জন, রাশিয়া থেকে ৫২ হাজার ৩৮৫ জন, ইতালি থেকে ৪৯ হাজার ৪৮০ জন ও যুক্তরাজ্য থেকে ৪৬ হাজার ৮৪৯ জন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড এবং সুইজারল্যান্ড থেকে মালদ্বীপ ভ্রমণে আসছেন পর্যটকরা।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জার্মানি থেকে ৩৫ হাজার ৭৬১ জন, ভারত থেকে ৩১ হাজার ২৮ জন, ফ্রান্স থেকে ২০ হাজার ৯০৬ জন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৬ হাজার ৯৬০ জন, পোল্যান্ড থেকে ১২ হাজার ৫৭০ হাজার, সুইজারল্যান্ড থেকে ১১ হাজার ৭৮৭ জন পর্যটক ভ্রমণে এসেছেন। বর্তমানে মালদ্বীপে পর্যটকরা গড়ে ৭-৮ দিন অবস্থান করছেন। যা আগের বছরের তুলনায় দর্শনার্থীদের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকের সংখ্যায় পিছিয়ে বাংলাদেশ। আগের তুলনায় বাংলাদেশি পর্যটক বেড়েছে ৭০ শতাংশ। এই হিসাবে মালদ্বীপের ২০টি পর্যটন বাজারের মধ্যে বাংলাদেশ ১৬তম স্থান দখল করে নিয়েছে। মূলত, বাংলাদেশ থেকে মালের সরাসরি ফ্লাইট এবং সাশ্রয়ী ভ্রমণ প্যাকেজের ফলে দিন দিন অনেক বাংলাদেশির কাছে পছন্দের গন্তব্য হয়ে উঠেছে মালদ্বীপ।