সাবেক ছাত্রনেতা ছালেহ আহমদ কানাডা সফরে গেছেন

সাবেক ছাত্রনেতা ছালেহ আহমদ কানাডা সফরে গেছেন

বাংলাভাষী ডেস্ক::

 নব্বই দশকের ছাত্রনেতা ছালেহ আহমদ কানাডা সফরে গেছেন। গত 24  জুন তিনি সিলেট থেকে বিমানযোগে কানাডা রওয়ানা হন। এর আগে সতীর্থরা তাকে বিদায় জানান। 
জাসদ ছাত্রলীগের সাবেক এই নেতা  সালে ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের নেতৃত্ব দানকালে প্রতিপক্ষ দ্বারা হামলার শিকার হন। তার ডান হাতের কবজির উপরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সেই থেকে তিনি পঙ্গুপ্রায় অবস্থায় দিন যাপন করছেন। ঢাকাদক্ষিণ বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি এক সময় রাজনীতির পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন।
সময় স্বল্পতাহেতু কানাডা যাবার প্রাক্কালে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে যেতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।