এসএসসি ৮৬ ব্যাচের শিক্ষার্থীদের আনন্দঘন একটি দিন
বাংলাভাষী ডেস্ক::
৩৮ বছর আগে,তারা ছিলেন কিশোর। পড়তেন একসঙ্গে, অনেকে একসঙ্গে খেলাধুলাও করতেন,আড্ডা দিতেন। কিন্তু ১৯৮৬ সালের এসএসসি পরীক্ষার পর একেক জনের গন্তব্য হয় একেক জায়গায়। খুব একটা দেখা হয়না। তাই ৩৮ বছর পর একে অপরকে কাছে পেয়ে যেন তারা ভিন্ন রকম আবেগ উচ্ছ্বাসে মেতে উঠলেন। এমনি এক আনন্দময় দিন কাটিয়েছেন এসএসসি ৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। এদের কেউ এখন চাকুরী করেন,কেউ ব্যবসায়ী কেউবা আবার প্রবাসী। সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এসএসসি ৮৬ সিলেট সামিট ২০২৪ উপলক্ষে শুক্রবার (৩১ মে) তারা জড়ো হয়েছিলেন শহরতলীর খাদিমগরে এফআইভিডিবি সিলেট সম্মেলন কেন্দ্রে। দিনব্যাপী সেখানে আনন্দ,আড্ডা, পরিচিতি, রেফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল তাদের জন্য। এসএসসি ৮৬ সিলেট বিভাগ আয়োজিত এই সামিট শুরু হয় কুরআন তেলায়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে। সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হয় সন্ধ্যা ৬টায়। দুপুরে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন এসএসসি ৮৬ সিলেট বিভাগ এর সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল আহাদ। বিভাগীয় সেক্রেটারি আবুল খায়ের ও সাংগঠনিক সম্পাদক জিন্নুর আহমদের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুপুর চন্দ্র পাল, আব্দুল কাদের তাপাদার, ইয়াকুত মিয়া প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি ৮৬ ব্যাচের সিলেট বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দেড় শতাধিক উপস্তিত ছিলেন।
দিনভর উৎসব আনন্দ শেষে আনন্দঘন পরিবেশই হাসিমুখে বাড়ি ফিরেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।