কবি নূরজাহান শিল্পীকে নিয়ে  সিলেটে গল্প আর প্রাণবন্ত আড্ডা

কবি নূরজাহান শিল্পীকে নিয়ে  সিলেটে গল্প আর প্রাণবন্ত আড্ডা


স্টাফ রিপোর্টার :
যুক্তরাজ্য প্রবাসী কবি ও লেখিকা ‘মাসিক আলো’র সম্পাদক এবং বাংলাভাষী পোর্টালের বার্তা সম্পাদক নূরজাহান শিল্পীর সফরকে সিলেটে সূধীজন আর কবি সাহিত্যিকদের মিলন মেলা হয়ে গেল। গত শনিবার        (২৪ ফেব্রæয়ারী) সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবের আমিনূর রশীদ চৌধুরী মিলনায়তনে তাঁর সঙ্গে সিলেটের কবি সাহিত্যিক এবং সূধীজনের গল্প-আড্ডার আয়োজন করেছিল গণমাধ্যমমুখি সেবা সংস্থা ‘মিডিয়াগাইড’। বাংলাভাষী পোর্টালের সহায়তায় অনুষ্ঠিত এ আড্ডা সন্ধার পর সময় যত গড়াতে থাকে ততই যেন অতিথি মুখর হয়ে উঠে। প্রাণবন্ত হয়ে উঠে গল্প আর আড্ডা’র আয়োজন। একে একে সেখানে হাজির হন অনুষ্ঠানের প্রধান অতিথি দেশের সাহিত্যাঙ্গনের এতিহ্যমন্ডিত প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর সভাপতি বরেণ্য ব্যাক্তিত্ব,কেমুসাস সভাপতি ও  ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, শতাধিক বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সমাজসেবা সম্পাদক ছড়াকার এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সিলেট মহানগর মহিলা দলের সাধারন সম্পাদক ফাহিমা আহমেদ কুমকুম, উইমেন্স জার্নালিস্ট ক্লাব সিলেট এর সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি, লেখক ও সাংবাদিক  মিল্টন, কবি আয়েশা মুন্নি। সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন  মিডিয়াগাইড এর কর্ণধার বাংলাভাষী’র সহযোগি সম্পাদক সাংবাদিক মো. ফয়ছল আলম, দ্য নিউ নেশন এর সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার সাইদ নোমান দেশ টি’ির সিলেট প্রতিনিধি খালেদ মেহেদী প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কবি ও লেখিকা তাসলিমা খানম বিথি। অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন ছড়াকার জুবের আহমদ সার্জন। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি অধ্যক্ষ মাসউদ খান বলেন, দেশের গন্ডি পেরিয়ে যারা বিদেশের মাটিতে সাহিত্য-সাংবাদিকতা চর্চা করেন তারা সত্যিকার অর্থেই এ পেশার প্রতি ভালোবাসা থেকেই করেন। নিজ মেধার বলেই করে থাকেন। এটি আমাদের জন্য আশাব্যাঞ্জক। ভবিষ্যত প্রজন্ম বিদেশের মাটিতে আমাদের বাংলা সাহিত্য  চর্চা করবে। যার পথ তারা সুগম করে যাচ্ছেন। কবি নূরজাহান শিল্পীসহ অন্যরা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবেন।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির তাঁর বক্তব্যে প্রবাসে সাহিত্য সাংবাদিকতায় যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন এ ধারা অব্যাহত থাকলে আমাদের ভবিষ্যত প্রজন্মও সাহিত্য চর্চায় উদ্বেুদ্ধ হবে। তিনি কবি নূরজহাহান শিল্পীকে নিয়ে এরকম একটি নান্দনিক অনুষ্ঠানের জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানান । 
কেমুসাসের সাধারন সম্পাদক সেলিম আউয়াল তাঁর বক্তব্যে বলেন সিলেটের সাহিত্য সাংবাদিকতার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। দেশের ইতিহাসের অংশ হয়ে আছেন অনেক সাহিত্যিক-সাংবাদিক। তাদের পথ ধরেই এগিয়ে যাচ্ছে সিলেটের সাহিত্য-সাংবাদিকতা।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে বিদেশের মাটিতে যারা সাহিত্য চর্চা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্ম যাতে বাংলার প্রতি আগ্রহী থাকে সে চেষ্টা করতে হবে।  
অনুষ্ঠানের আয়োজক মিডিয়াগাইডের প্রধান নির্বাহী, মুক্তিযুদ্ধ বিষয়ক  লেখক ও অনুসন্ধানী সাংবাদিক মো. ফয়ছল আলম তাঁর বক্তব্যে নূরজাহান শিল্পীর সৃজনশীল কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, তিনি প্রবাসের মাটিতে নিজের কাজের পাশাপাশি সেখানকার বিভিন্ন সাহিত্য সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন। সর্বোপরি তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। দেশের প্রতি তাঁর অনেক দরদ। আর সে অনুভ‚তি থেকে সমাজসেবায়ও সম্পৃক্ত রেখেছেন নিজেকে। এজন্য তিনি ধন্যবাদ পাবার যোগ্য। আমরা তাঁর মতো নারীদের নিয়ে গর্বিত। 
সভাপতির বক্তব্যে কবি ইশরাক  জাহান জেলী নূরজাহান শিল্পীর সাহিত্য সাংবাদিকতা এবং সমাজকর্মের প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।


অনুষ্ঠান শেষে কবি নূরজাহান শিল্পীকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং  কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।