"বেগম খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষায় আছে সরকার"
বাংলাভাষী ডেস্ক::
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগ, বেগম খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষায় আছে সরকার। এমন কিছু হলে সরকার গণভবনে মিষ্টি বিতরণ করবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে তিলে তিলে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।
সন্ত্রাসী হামলায় আহত নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীনকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি অভিযোগ করেন, সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের দমন পীড়ন চলছে।
স্বাভাবিক রাজনীতির পথ বন্ধ করা হচ্ছে। বুয়েটে ছাত্র রাজনীতি বিষয়ে গয়েশ্বর রায় বলেন, বিএনপি ছাত্র রাজনীতি চায়। কিন্তু সেটি একদলীয় ছাত্র সংগঠন নয়। জোর করে ছাত্র রাজনীতি বন্ধ করা ঠিক হবে না জানিয়ে, গয়েশ্বর রায় বলেন- বুয়েটকে সিদ্ধান্ত নিতে হবে সেখানে রাজনীতি উন্মুক্ত হবে কিনা। কথা বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়েও ।