ব্রিটেনে কবি-সাহিত্যিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২৭ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন 

ব্রিটেনে কবি-সাহিত্যিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২৭ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন 

বাংলাভাষী ডেস্ক

 ব্রিটেনে ব্রিটিশ বাঙ্গালী কবি-সাহিত্যিকদের  প্রতিনিধিত্বশীল সংগঠন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের ২৭ সদস্য  বিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষনা করা হয়েছে। গতকাল ২৪ নভেম্বর ২০২৪ লন্ডন সময় সন্ধ্যা ছয় টায়  পূর্বলন্ডনের বাংলাটাউনের ৩৭/সি প্রিন্সলেট ষ্ট্রীটে সংগঠনের অস্থায়ী অফিসে দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৫-২০২৬ সালের নতুন কমিটির নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার লেখক গবেষক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।


সংগঠনের সভাপতি কবি ময়নুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি এ.কে. এম. আব্দুল্লার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতি ক্রমে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কবি মোহাম্মদ ঈকবালকে সভাপতি –উদয় শংকর দুর্জয়কে সেক্রেটারী ও টিভি উপস্থাপিকা হেনা বেগমকে কোষাধ্যক্ষ করে নতুন কমিটির নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার দেওয়ান গৗস সুলতান

 তিনজন সহসভাপতি হলেন এ.কে. আজাদ ছোটন , কবি ঈকবাল হোসেন বুলবুল, সাংবাদিক রহমত আলী, সহ সাধারণ সম্পাদক পদ লাভ করেন  কবি এম. মোশাহিদ খান, এবং কবি ও আবৃত্তিকার স্মৃতি আজাদ, সহকারী কোষাধ্যক্ষ নূরুন নবী আলী, সাংগঠনিক সম্পাদক কবি শামীম আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহিদ, মিডিয়া সেক্রেটারী কবি-সাংবাদিক জুয়েল রাজ, সাহিত্য সম্পাদক কবি সৈয়দ হেলাল সাইফ, সাংস্কৃতিক সম্পাদক কবি ও সাবেক কাউন্সিলার শাহ সুহেল আমিন। ১৩ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটির সদস্যরা হলেন, সর্বজনাব কবি ময়নুর রহমান বাবুল, কবি এ,এ.এম. আব্দুল্লাহ, গবেষক ফারুক আহমদ, কবি আতাউর রহমান মিলাদ, কবি আবু মকসুদ, নূরুল ইসলাম,কবি কাজল রশিদ, কবি আসমা মতিন, কবি আনোয়ারুল ইসলাম অভি, কবি সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, ফয়েজুল ইসলাম ফয়েজনূর, শামসুল হক শাহ আলম ও নূরজাহান রহমান। এখানে উল্লেখ্য যে আগামী ৩১ ডিসেম্বর নতুন কমিটি আনুষ্টানিক ভাবে দায়িত্ব ভার গ্রহন করবে।