দুটো কবিতা- আব্দুছ ছালাম চৌধুরী

বিষ্ময়"
আব্দুছ ছালাম চৌধুরী
অনেক দিন পর আবার দেখা হবে
ভুলতে যেয়ে ভুলতে পারিনি—
তুমি কি পেরেছিলে তবে?
দূর থেকেও চঞ্চলা মনে, গেঁথে আছে সেই রূপ
সেই গুণ
বিষ্ময়কর নয় কি—?
কোথায় ও-তো স্নেহের পরশে পল্লব উড়িয়া বেড়ায়,
স্বস্থির আহ্লাদে মেঘ ঝরিতেই, কী না শোভা পায়।
এই নয়নে সেই সে নয়ন, বারে-বারে চেয়ে রয়,
ঋদ্বিক টানে দূর থেকে-ও, প্রকাশ হলো এই বিষ্ময়।
দেখা হলো বিনয়ে
আব্দুছ ছালাম চৌধুরী
কারণ তো একটাই, কবি এবং কবিতা!
দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো কাব্যিক টানে
এলো বৈপরীত্য ঘুচানোর সুবর্ণ সুযোগ
অভিযোগ অনুযোগের হলো বিয়োগ
সমূলে—সমুদয়ে,
দেখা হলো বিনয়ে।
দেখা হলো বিনয়ে,
সহস্র মানুষের ভীড়ে— শুভ্রতার ইংগিতে।
মঞ্চ নাটকের কাঙ্ক্ষিত সংলাপের আলোচ্য মূল মন্ত্রের অনু-প্রেরণাতে।
ঝিরিঝিরি বৃষ্টির এই সন্ধ্যায়, এই হিমেল বাতাসে।
চক্ষুদ্বয়ে,
দেখা হলো বিনয়ে।
দেখা হলো বিনয়ে,
স্লোগান তো একটা-ই, চেনা জানা পৃথিবীর রূপশালী মুহূর্তে
শোরগোলে শোরগোলে
এগিয়ে যাবার বিশ্বাস আর শহরের যানজটের দুর্ভোগ শেষে—
যুগ যুগ চলে যাবে এমন আতিথিয়েতায়
উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত হবো তাল লয়ে,
দেখা হলো বিনয়ে