জীবন মানে জগাখিচুড়ি

নাজরিন আরা
নিঃস্বার্থ ভালোবাসা বলে কি কিছু আছে?'
সে শুধু আমার " এই কথাটিও কি নিঃস্বার্থ? ভালোবাসা নদীর মত।
কত মানুষ নদীর বুকে সাঁতার কাটছে, ডুবছে উঠছে, মাঝিরা পাল তোলে, লন্চ স্টিমার ছুটে চলেছে। আরও কত কি। তেমনি প্রিয় ঐ মানুষ শুধু আমার! কি করে?
বোকা মানুষের বোকা ভাবনা।
কি করে ভাবেন "তার জীবনে আপনি প্রথম আপনি শেষ?
পৃথিবীটা অনেক সহজ, সুন্দর। সহজ? না তো। কারো জন্য দেওলিয়া হয়ে দেখেছি, ভরসা করেছি আর এই বিশ্বাসে থেকেছি যে
অন্যায় তো কিছু করিনি। তাহলে সবকিছু বিপরীত মেরুতে কেন!
আনফেয়ার হল জীবনের ধর্ম।
"ঠাণ্ডা মাথার খুণী অপজিট ঐ মানুষটা"। কখনো কি ভেবে দেখেছেন এইভাবে?
ভেবেছেন কখনো "ছলে কৌশলে কথার যাদুতে হৃদয় দেয়া নেয়া শুধু তার খেলা?
"আমার উজার করা ভালোবাসা আকুল ভালোবাসা আমার সাত সাগর সেঁচা মুক্ত ভালোবাসা ঐ নিষ্ঠুর খুণী মানুষটির কাছে হার মেনেছে। "
অনেক ভরসার ভালবাসার মানুষটি এক নিমিষেই হয়ে যায় অচেনা নির্দয় নিষ্ঠুর।"" ভেবেছেন কখনো?
পৃথিবী সুন্দর_ সহজ তো নয়।
ভালোবাসায় আছে শুধু রিসেট বাটন।
এক নিমিষেই অতীত ভুলে ভবিষ্যতের চাকায় দাঁড়িয়ে, শুধু শুকনো গোল রুটির মত গড়িয়ে চলে যে বা যারা। জীবনের ভুল মানুষ তারা।
জীবনের পরাজয় মেনে একটা কথা শুধু মনে আসবে, সে তো গোল রুটির মত গড়িয়ে চলেছে।
শুকনো গোল রুটি
অযথা সেথা লুটোপুটি।
তাই বিবর্ন দুপুরের মত হলুদ মনটা জীবনের স্রোতে ভাসিয়ে দিলাম।
চৈত্রের দুপুরের ঝরে পরে থাকা শুকনো কাঁঠাল পাতার মত খচখচ করা অন্তরমহলে ঝাঁপি দিলাম। জীবন এত কঠিন কেন?
কঠিন এ জীবনটাকে আকড়ে ধরে আছি শক্ত করে। যদি আলগা হয়ে খুলে আমাকে আবার ভাসিয়ে নেয় অতীত সেই কষ্ট নদীতে?
আচ্ছা জীবনের যা কিছু সবই কি ভুলে ভরা?
মাঝ নদীতে যখন নৌকা ডোবে সহজে কি বাঁচা যায়?
চোখের সামনে নৌকা ডোবে তখন ভেসে থাকার আপ্রাণ চেষ্টা।
বৈঠা মাস্তুল জোড়া সবকিছু ধরে কি বাঁচবার আকুতি। চৌকস মাঝিও হাল ছেড়ে দেয়। জীবন তখন ষোল আনা মিছে।
জীবনের মরিচীকা বুঝতে না পারাই হল সব চাইতে বড় ব্যর্থতা।
ব্যর্থতা __মানুষ চিনতে না পারা।
জীবন হল আবোলতাবোল
কিছু সত্যি না । এক জগাখিচুড়ি জীবন নিয়ে চলে আদিখেত্যা।
জীবনের মানে জগাখিচুড়ি আর আলুভর্তা।