ভাষা সংগ্রামী, সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আর নেই

ভাষা সংগ্রামী, সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আর নেই

বাংলাভাষী ডেস্ক 

ভাষা সংগ্রামী, সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী (৮৭ )আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ সোমবার বিকেল ৫টার দিকে ঢাকার বনানীস্থ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হন।পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর বাবা গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার।বড় ভাই ফারুক চৌধুরী ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব।ছোট দুই ভাই সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী ও সাবেক রাষ্ট্রদূত মাসুম আহমদ চৌধুরী।

ইনাম আহমদ চৌধুরী, ১৯৩৭ সালের ২৯ জুন তৎকালীন আসাম প্রদেশের সিলেট জেলার হবিগঞ্জে জন্মগ্রহণ করেন।তাঁর পৈত্রিক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামে।১৯৫২ সালে তিনি মেট্রিক পাস করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও আইন এবং পরবর্তীতে অক্সফোর্ডে স্নাতকোত্তর অধ্যায়ন করেন। ১৯৫২-৫৩ সালে ঢাকা কলেজ ছাত্র-সংসদের সাধারণ সম্পাদক থাকাকালে শহীদ মিনার নির্মাণ ও রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কিত কর্মকাণ্ডের জন্যে কলেজ থেকে বহিষ্কৃত হন। ছাত্রজীবনে মাসিক প্রভাতী ও ছোটগল্প সংকলন নতুন ছবি প্রকাশ করেন।পরবর্তীতে মাসিক যমুনারও সম্পাদক ছিলেন। 

তিনি ১৯৬০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে যোগদান করেন।ব্যাংককে জাতিসংঘের ‘এস্কাপ’ কমিশনের সেক্রেটারি, আই.ডি.বি’র ভাইস প্রেসিডেন্ট।লন্ডনস্থ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আই.এম.ও) নির্বাচিত সভাপতি।লন্ডনে ইকোনমিক মিনিস্টার পদে থাকাকালে লন্ডনস্থ অর্থনৈতিক প্রতিনিধিবর্গের এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে বিশ্বব্যাংক ও এ.ডি.বি’র বিকল্প গভর্নর ও পরবর্তীতে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অবদানের জন্যে রাশিয়া থেকে তিনি ‘লিজিয়ন অব অনার’ সম্মাননা পদক পান।তিনি কমনওয়েলথ সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট, ঢাকাবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির উপদেষ্টা ছিলেন ।

ইনাম আহমদ চৌধুরী ১৯৯৯ সালে বিএনপিতে যোগ দেন।পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বমুহূর্তে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর তিনি আওয়ামী লীগে যোগ দেন।পরে দলের ২০তম জাতীয় কাউন্সিলে ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

পরম করুনাময় আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত এবং শান্তি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।