মেসির গায়ের আলখাল্লার রহস্য

বাংলাভাষী ডেস্কঃঃ

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে একটি ড্রেস সবার মধ্যে আগ্রহ তৈরি করছে। আর সেটি হলো লিওনেল মেসির গায়ের আলখাল্লা। ফিফা প্রেসিডেন্ট ট্রফি তুলে দেওয়ার আগে কাতারের আমির মেসির গায়ে পড়িয়ে দেন সেই আলখাল্লা।

কিসের তৈরি এটি। কেনই বা মেসিকে পড়িয়ে দেয়া হলো তা। আরব বিশ্বে এটিকে বলা হয় বিশট। অভিজাত লোকেরা এটি পরে থাকেন সেখানে।

এই দীর্ঘ আলখাল্লা যা তন্তু দিয়ে তৈরি। পাড়গুলোতে ব্যবহার করা হয়েছে খাঁটি স্বর্ণ। মধ্যপ্রাচ্যের দেশটিতে এটি প্রশংসা ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মেসির প্রতি সম্মান দেখাতেই রাজকীয় এই পোশাক পরানো হয় তাকে।
মধ্যপ্রাচ্যে মূলত উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ ও সম্পদশালী ব্যক্তিরা এই আলখাল্লা পরিধান করেন।

এ ছাড়া, বিয়ে-শাদী ও ধর্মীয় অনুষ্ঠানেও রয়েছে এই পোশাক পরার রেওয়াজ।