যুদ্ধ নয়*
ডাঃ সুভাষ চন্দ্র সরকার।
সীমাহীন আগ্রাসন নীতি অহংকার,
হিংসা - মানবতাহীন সবই পূজিপতির
বিবেক বিসর্জন দিয়ে ধ্বংসের
নেশায় মেতে ওঠে বারবার,
রক্ত নয় বিনাশ নয়
খাদ্য চাই ; বাসস্থান চাই
অসহায় মানুষের কন্ঠে ধ্বনিত
হয! যুদ্ধ নয় আর।।


