সৌদি প্রবাসী আম্বিয়ার লাশ দেশে পৌছেঁছে, আজ জানাজা
বাংলাভাষী ডেস্ক :
সৌদি আরব প্রবাসী তরুণ সমাজসেবী, জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ এর সহ সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের পুত্র আনোয়ার হোসেন আম্বিয়ার লাশ দেশে এসেছে । আজ বৃহস্পতিবার (০৬ জুলাই) নিজ গ্রামের জামে মসজিদে বেলা দুইটায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে ।
উল্লেখ্য, গত শনিবার তিনি সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হলে তাকে রিয়াদের সমিসি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ.......রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।
এদিকে জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ এর সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুক্তাদির হোসেন, সংস্থার সহ সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন । এক শোকবার্তায় তারা বলেন, তরুণ সমাজসেবী আনোয়ার হোসেন প্রবাসীদের জন্য এক নিবেদিত প্রাণ ছিলেন । তার মৃত্যুতে রিয়াদে শোকের ছায়া নেমে এসেছে । নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন ।