লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত 

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত 

প্রেস বিজ্ঞপ্তি 

 বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে । গত ২৭ জানুয়ারি (২০২৫) সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে এই সভা অনুষ্ঠিত হয় । ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ।

সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক গত এক বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন । এরপর আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার সালেহ আহমদ । উপস্থিত সদস্যরা প্রথমে আর্থিক রিপোর্টের ওপর আলোচনায় অংশগ্রহণ । এরপর সাধারণ সম্পাদকের কার্যবিবরণীর ওপর আলোচনা শুরু হয় । এতে বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন । এসময় ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী অনুমোদন করা হয়।
সাধারণ সভায় গত এক বছর সর্বোচ্চ সংখ্যক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সংবাদ প্রচার ও প্রকাশে বিশেষ ভুমিকা রাখায় “হাইয়েস্ট প্রেজেন্স এন্ড রিপোর্টিং অ্যাওয়ার্ড’ লাভ করেন ইক্বরা টিভির চীফ রিপোর্টার ও বাংলাপেইজ২৪ এর প্রধান সম্পাদক খালেদ মাসুদ রনি । তাছাড়া, নির্বাহী কমিটিতে সক্রিয়া ভুমিকা পালনের জন্য ‘বেস্ট পারফরমেন্স ইন ইসি অ্যাওয়ার্ড’ লাভ করেন ক্লাবের ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য ফয়সল মাহমুদ।

ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী সাংবাদিক খালেদ মাসুদ রনির হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। সাবেক সভাপতি নবাব উদ্দিন ও মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী রুপি আমিনের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। অন‍্যদিকে সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা ও ট্রেজারার সালেহ আহমদ সাংবাদিক ফয়সল মাহমুদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন।

ক্লাব সভাপতি মোহাম্মাদ জুবায়ের তাঁর বক্তব্যে বলেন, গত এক বছর আমরা রুটিন কর্মসূচিগুলোর বাইরে বিশেষ কিছু অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছি । এতে আপনাদের প্রাণবন্ত উপস্থিতি ছিলো । এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন বধ্যভুমিতে নির্মিত শহীদ স্মৃতি উদ্যাণ প্রকল্পে আমাদের জেনারেল মেম্বার ও লাইফ মেম্বারদের পক্ষ থেকে ২২ হাজার পাউণ্ড অনুদান প্রদান। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এই ঐতিহাসিক উদ্যোগে যুক্ত হতে পারা আমাদের ক্লাবের জন্য গর্বের । গত ৪ জানুয়ারি শহীদ স্মৃতি উদ্যানে ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব কমপ্লেক্স’ নামে একটি ভবনের উদ্বোধন করা হয়েছে।

জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ বলেন, প্রায় ৩২ বছরের পুরোনো এই ক্লাবের সদস্য সংখ্যা এখন প্রায় তিন শ’র কাছাকাছি। এই সংগঠন এখন অনেক বড় হয়েছে। কাজের পরিধিও বেড়েছে অনেক গুণ । সপ্তাহে একাধিক সংবাদ সম্মেলন, নির্বাহী কমিটির সভা, বাংলাদেশের জাতীয় দিবসগুলো উদযাপন, বার্ষিক সামারট্রিপ, ফুটবল টুর্নামেন্ট, কর্মশালা, নিয়মিত সদস্য-সন্ধ্যা আয়োজন, বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সময় সময় মতবিনিময়সহ কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংগঠনকে প্রতিনিধিত্ব করাসহ বহুমুখী কাজে ব্যস্ত থাকতে হয় সারা বছর। আজকের সাধারণ সভায় আমরা গত এক বছরের কার্যবিবরণী উপস্থাপন করলাম । প্রেস ক্লাব সদস্যরা আমাদের কার্যক্রমের ওপর গুরুত্বপুর্ণ মতামত দিয়েছেন। তাদের মতামত অবশ্যই আমাদের কাজে আরো স্স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে মনে করি। তিনি জানান, গত এক বছরে ৪৫টি প্রেস কনফারেন্স এবং ১১টি অনুষ্ঠান আয়োজন করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ।