শ্রাবণ সন্ধ্যা

শ্রাবণ সন্ধ্যা

মমিনুল ইসলাম

শ্রাবনের বারি ধারা বইছে মোসল ধারে

সকাল দুপুর  সন্ধ্যা গেল সমান তালে, 

ভিজে ভিজে সন্ধ্যা শেষে  রাত্রি  নেমেছে 

বাড়ি ফিরে ক্ষানিক দরজার কড়া নাড়া।

নেই তো কারো অবয়বে কোন সাড়া  

জ্বরে কাশিতে বাকাঁ ওরে বাবারে বাবা...

দু'হাতে বাজার ফুরসৎ নেই নড়াচড়া

অবশেষে দরজা খুলতেই রানীর দেখা

এমন বাদলো ধারা ভিজেএলে একা.?

মনে হলো সেই দিনের সেই স্মৃতি কথা ---

একেবারে স্বয়ম্বর সভা থেকে তুলে এনে,

রাজ কুমারী কে নিয়ে সোজা বাসর ঘরে 

শ্রাবন সন্ধ্যা বইছে জোড়ে ফেরারি মনে। 

ঝড় ঝড় বৃষ্টির বাদলো ধারা  রাত্রিবেলা 

জানালার পাশে বসে আবেগের কত কথা,,,

গল্প কথায় বৃষ্টি দেখা বৃথাই গেল রাত্রি সখা

প্রতিক্ষীত সকাল হলো নির্ঘুম চোখে ঘুম এলো 

সূর্য মামা উকি দিলো, স্বয়ম্বরে সবাই এলো।