সুদীপ্ত বিশ্বাস এর গুচ্ছ কবিতা

সুদীপ্ত  বিশ্বাস এর  গুচ্ছ কবিতা
উল্টো পুরাণ / সুদীপ্ত বিশ্বাস
 
এইতো ক'দিন আগেও তোমরা
আগুন লাগালে বনেতে,
নৃশংস ভাবে পুড়লো পশুরা
দাগ কেটেছিল মনেতে?
 
বিষ ছড়িয়েছ আকাশে বাতাসে
বিষ ছড়িয়েছ জলেতে
বনকে পুড়িয়ে পাহাড় গুঁড়িয়ে
দুনিয়া ভরেছ কলেতে।
 
ময়না চড়ুই হারিয়ে গিয়েছে
তোমার লোভের জ্বালাতে
ডোডো পাখিদের মতোই তারাও
পথ পায়নি তো পালাতে।
 
পশুপাখি ধরে খেয়াল খুশিতে
বাঁদর নাচন নাচাতে
বহু পাপ করে অবশেষে তুমি
বন্দি এখন খাঁচাতে।
 
পাখিরা উড়ছে মুক্ত আকাশে
মানুষ বন্দি খাঁচাতে,
কতদিন পরে জীবকূল খুশি
করোনা এসেছে বাঁচাতে।
 
 
ইঞ্জেকশন / সুদীপ্ত বিশ্বাস

Developed by: Web Design & IT Company in Bangladesh