হ্যামস্ট্রিং চোটে অন্তত ১ মাসের জন্য ছিটকে গেলেন নেইমার

হ্যামস্ট্রিং চোটে অন্তত ১ মাসের জন্য ছিটকে গেলেন নেইমার

বাংলাভাষী ডেস্ক::

দীর্ঘ এক বছর পর চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু এই ফেরার স্থায়িত্ব হয়নি বেশিদিন।

ফের ইনজুরিতে পড়েছেন তিনি। ধারণা করা হয়েছিল গুরুতর নয়। কিন্তু জানা গেল কমপক্ষে এক মাসের জন্য থাকতে হবে মাঠের বাইরে।

এক বছর পর মাঠে ফেরেন নেইমার। কিন্তু গত সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব এস্তেগলালের বিপক্ষে মাঠে নেমে ২৯ মিনিটের বেশি মাঠে থাকতে পারেননি তিনি। পায়ে টান লেগে ছাড়তে হয় মাঠ। পরে পরীক্ষা করানো হলে জানা যায় হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে তারা।

এক বিবৃতিতে তার ক্লাব আল হিলাল জানায়, ‘তিনি চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, তাতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে। ’

এর আগে ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এসিএল চোটে পড়েন নেইমার। পরে অস্ত্রোপচার করাতে হয় তার।

পিএসজি থেকে ২০২৩ সালের অগাস্টে আল হিলালে যোগ দিয়ে দলটির হয়ে এখন পর্যন্ত তিনি খেলতে পেরেছেন কেবল সাতটি ম্যাচ।