৪৮ বছরে ডিএমপি
বাংলাভাষী ডেস্কঃঃ
ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) ৪৮ বছরে পা দিয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে ডিএমপি।
এদিন বিকাল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কর্মসূচি।
শান্তির শপথে বলিয়ান- এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে রাজধানী ঢাকার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে ডিএমপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৬ সালেপ্রতিষ্ঠিত হয় পুলিশের এই সর্ববৃহৎ ইউনিট। বিকালের শোভাযাত্রায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব স্তরের পুলিশ সদস্য অংশগ্রহণ করবেন। থাকবেন ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী ও ব্যান্ড দল, সোয়াট, বোমা ডিসপোজালসহ অন্যান্য ইউনিটের সদস্যরা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটবেন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এছাড়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণকারী জীবিত পুলিশ সদস্য ও আমন্ত্রিত অন্যান্য অতিথিরা।