আমি রাজা হলে আমি রাজতন্ত্র পরিবর্তন করব” -প্রিন্স উইলিয়াম
প্রিন্স অফ ওয়েলস প্রিন্স উইলিয়াম বলেছেন, তিনি রাজা হলে রাজতন্ত্রে পরিবর্তন আনবেন। উইন্ডসরে Apple TV+ শো The Reluctant Traveller-এর জন্য অভিনেতা ইউজিন লেভির সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
উইলিয়াম বলেন, “পরিবর্তন আমার এজেন্ডায় রয়েছে। ভালো পরিবর্তন আমি স্বাগত জানাই, আমি এটি উপভোগ করি, ভয় পাই না। অতিরিক্ত র্যাডিকাল নয়, তবে যা প্রয়োজন তা হবে।”
তিনি আরও বলেন, ঐতিহ্য গুরুত্বপূর্ণ হলেও রাজতন্ত্রকে প্রাসঙ্গিক রাখতে তিনি প্রশ্ন করতে দ্বিধা বোধ করেন না।