মৌলভীবাজারে নিজস্ব ব্যবসা প্রতিষ্টানে ঢুকে ব্যবসায়ী রুবেলকে কুপিয়ে হত্যা 

মৌলভীবাজারে নিজস্ব ব্যবসা প্রতিষ্টানে ঢুকে ব্যবসায়ী রুবেলকে কুপিয়ে হত্যা 

নূরজাহান শিল্পী 

৭ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে অবস্থিত সদাই পাতি মার্কেটের সভাপতি এবং এফ রহমান ট্রেডিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ শাহ ফজলুর রহমান রুবেল-কে উনার ব্যবসা প্রতিষ্টানে ডুকে সন্ত্রাসীরা দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে  

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

তারা বলেন, “এ ধরনের হত্যা শুধু একজন ব্যবসায়ীর উপর নয়, এটি পুরো ব্যবসায়ী সমাজের নিরাপত্তার উপর সরাসরি আঘাত এবং শান্তিপ্রিয় মৌলবীবাজার বাসীর জন্য আতঙ্কের রূপ ধারণ করেছে 

সন্ত্রাসীরা এভাবে একটির পর একটি ঘটনা ঘটিয়ে যাচ্ছে 

আমরা এ বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।”

ব্যবসায়ীরা আরও বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

এ ঘটনার পর ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সবাই প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।