ব্রিটিশ বাংলাদেশী সোস্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন ইউকের ( BBSCA) নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

ব্রিটিশ বাংলাদেশী সোস্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন ইউকের ( BBSCA) নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

নূরজাহান শিল্পী

ব্রিটিশ বাংলাদেশী সোস্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন ইউকের ( BBSCA) নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভা সংগঠনটির সভাপতি ফখরুল আম্বিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজনূরের সঞ্চালনায় ২৫ জন কার্য নির্বাহী সদস্যদের উপস্থিতিতে গত বৃহস্পতিবার, ৭ই আগষ্ট ২০২৫ইং সন্ধ্যায় লন্ডন মাইক্রো বিসনেস সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতেই স্বাগত বক্তব্যে জনাব ফখরুল আম্বিয়া সংগঠনের কার্যকল্পনার বিষদ বর্ণনা, তরুণ প্রজন্মকে সম্পৃক্তকরণ ও সদস্যের নিষ্ঠার সাথে কার্যক্রম চালিয়ে যাবার উদাত্ত আহ্বান জানান। সাংগঠনিক সম্পাদক জনাব এলিন চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে সব সদস্যদের এক যোগে সাংগঠনিক কার্যক্রমে আত্মনিয়োগ করতে উপস্থিত সবাইকে আহ্বান জানান। সভার এজেন্ডাভিত্তিক আলোচনায় অংশগ্রহণ এবং বক্তব্য রাখেন সহ সভাপতি শাহিন মুস্তফা সহসভাপতি কবি হাফসা ইসলাম, সহ সভাপতি নাজমুল চৌধুরী, সহ -সভাপতি দেওয়ান নূর চৌধুরী হামদু, সহ সভাপতি শাহিন চৌধুরী, সহ সাধারন সম্পাদক হেনা বেগম, সাংস্কৃতিক সম্পাদক হেলেন ইসলাম, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি পলি রহমান, সহ কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন জুয়েল, মেম্বারশীপ সেক্রেটারি সাইদা নাসিম কুইন, কার্যকরী পরিষদের সদস্য মাহমুদ হাসান মিঠু, সাংস্কিতজন শেখ নূরুল ইসলাম, মোহাম্মদ এনাম উদ্দিন, মোহাম্মদ দীপ, আনিসুর রহমান বাদল, মহিউদ্দিন আহমেদ আলমগীর, মোয়াজ্জেম হোসেন, হুমায়ুন কবির খান প্রমূখ। উক্ত সবায় সর্বসম্মতিক্রমে আগামী ১৯শে অক্টোবর অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয় তাঁরা হচ্ছেন --

১) শাহগীর বখত ফারুক;

২) আহমেদুস সামাদ চৌধুরী জেপি;

৩) বশির আহমেদ;

৪) আবুল কালাম আজাদ ছোটন;

৫) শাহনূর খান;

৬) শেরওয়ানন চৌধুরী ও

৭) আহবাব হোসেন।

এছাড়াও সাংগঠনিক কার্যক্রমের সাথে আমাদের পরবর্তী প্রজন্মদের সম্পৃতকরণের লক্ষ্যে তাদেরকে সাথে নিয়ে অনতিবিলম্বে একটি মতবিনয় সভা আয়োজনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।