বিদেশ নয়, দেশের সাংবাদিকতায় মনোনিবেশের সময় এখন — সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

বিদেশ নয়, দেশের সাংবাদিকতায় মনোনিবেশের সময় এখন — সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

বাংলাভাষী ডেস্ক 

দেশের সাংবাদিকতা এখন অনেক সমৃদ্ধ। অনেকেই বিদেশে কাজ করে সুনাম কুড়াচ্ছেন। তবে এখন আমাদের প্রয়োজন দেশের সাংবাদিকতায় মনোনিবেশ করা। তবেই জাতির অগ্রগতি আরও তরান্বিত হবে।” — আরিফুল হক চৌধুরী।

সাংবাদিকদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও 'বাংলা ভাষী' পোর্টালের সম্পাদক অলিউর রহমান খানের সম্মানে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিডিয়া গাইড-এর প্রধান নির্বাহী সাংবাদিক মো. ফয়সল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সিলেট গণদাবি ফোরামের সভাপতি এডভোকেট আজাদুর রহমান আজাদ,সিলেট প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদির তাপাদার,দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল,সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান,ইউকে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন,রোটারি ক্লাব অফ মিড ডাউনের সভাপতি সেলিনা চৌধুরী,দৈনিক জনতার সিলেট ব্যুরো প্রধান কামাল আহমদ,ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি নাজমুল কবীর পাবেল।

বক্তব্য রাখেন:বাংলা ভাষী’ পোর্টালের সম্পাদক অলিউর রহমান খান,প্রবাসী সাংবাদিক সুলতান আহমদ,সাবেক ছাত্রনেতা আসাদুল হক আসাদ,উইমেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ,সাধারণ সম্পাদক শাকিলা ববি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন:কবি ও সাংবাদিক তাসলমা খানম বিথী