লন্ডনের ওয়েস্ট এন্ডে অপরাধদমনের লক্ষ্যে পুলিশের অভিযানের১৪০ জনেরও বেশি গ্রেপ্তার 

লন্ডনের ওয়েস্ট এন্ডে অপরাধদমনের লক্ষ্যে পুলিশের অভিযানের১৪০ জনেরও বেশি গ্রেপ্তার 

বাংলাভাষী ডেস্ক

লন্ডনের ওয়েস্ট এন্ডে অপরাধ দমনের লক্ষ্যে এক সপ্তাহব্যাপী মেট্রোপলিটন পুলিশের অভিযানের অংশ হিসেবে ১৪০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বাহিনীর অপারেশন বেসলাইফের অংশ হিসেবে দোকানপাট চুরি এবং ফোন চুরি সহ অপরাধ দমনের জন্য আরও একশ পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে লেস্টার স্কয়ারের একটি আইস রিঙ্কে কর্মরত দুই ফোন চোর, সোহো ক্যাফেতে টয়লেট ব্যবহারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের গোপনে ভিডিও ধারণকারী একজন দক্ষ আপস্কার্টার এবং প্যাডিংটনের আশেপাশে চুরি করা গাড়ি চালানোর সময় ধরা পড়া দুই পুরুষ।