কানাইঘাটে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী গ্রেপ্তার

কানাইঘাটে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী গ্রেপ্তার

সিলেটের কানাইঘাটে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন স্বামী—এমন অভিযোগে হোসেন আহমদ চৌধুরী আক্তার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দুপুরে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

গুরুতর দগ্ধ অবস্থায় স্ত্রী সাবানা বেগম (২০) বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত একটি কন্যা সন্তান প্রসব করেন। সাবানার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের বাসিন্দা আক্তার এক বছর আগে একই গ্রামের সাবানা বেগমকে বিয়ে করেন।

গত শনিবার রাত ৮টার দিকে অসুস্থ স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান আক্তার। তবে সাবানার মা মেয়ে অসুস্থ থাকায় তাকে নিজের কাছেই রাখতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ফিরে যান আক্তার। কিছুক্ষণ পর স্থানীয় নয়াবাজার থেকে টাইগারের বোতলে পেট্রোল কিনে এসে শাশুড়বাড়িতে প্রবেশ করে শুয়ে থাকা সাবানার গায়ে পেট্রোল ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যান।

সাবানার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান। তবে ততক্ষণে তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিন চৌধুরী জানান, তিনি হাসপাতালে গিয়ে আহত সাবানাকে দেখেন এবং ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন। মৃত নবজাতককে পরে দাফন করা হয়।

সাবানার বাবা আব্দুল জব্বার জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে বাড়িতে এসে মেয়ের ভয়াবহ অবস্থার খবর পান। তিনি তার মেয়ের জন্য সবার দোয়া চেয়েছেন।

এই ঘটনাটি স্থানীয় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।