যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক অলিউর রহমান খানের সাথে সিউজার শুভেচ্ছা বিনিময়

সুবর্ণা হামিদ
সিলেটের নারী সাংবাদিকরা শুধু পেশাদার নন—তারা সাহস, নিষ্ঠা আর দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ। আপনাদের মধ্যে যে ঐক্য ও কর্মচাঞ্চল্য দেখেছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রবাসে থেকেও আপনাদের এমন অগ্রগতি দেখে আমি গর্বিত। সাংবাদিকতা শুধু পেশা নয়—এটি নৈতিক দায়িত্ব। আমি সবসময় চাই আপনাদের পাশে থাকতে, আপনাদের এই পথচলা আরও সুন্দর ও অর্থবহ হোক।
যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক, লন্ডনবাংলা প্রেসক্লাবের সদস্য এবং বাংলাভাষী পত্রিকার সম্পাদক অলিউর রহমান খান সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)-এর নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় কালে এ কথাগুলো বলেন।
সোমবার (১৪ জুলাই) রাত ৯টায় সিউজার কার্যালয়ে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় ও পরবর্তী আলোচনাসভায় সভাপতিত্ব করেন সিউজার সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক সুবর্ণা হামিদ।
সভায় অতিথি ছিলেন অলিউর রহমান খান ছাড়াও, সিনিয়র সাংবাদিক ও লেখক ফয়সল আলম, সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি এবং শিক্ষিকা রুনা সুলতানা।
সিউজার সাধারণ সম্পাদক শাকিলা ববির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিউজার উপদেষ্টা সেলীনা চৌধুরী, সিলেট ভয়েস সম্পাদক দোহা চৌধুরী, সিউজার সাংগঠনিক সম্পাদক হেনা মমো এবং সিলেট ভয়েসের মাল্টিমিডিয়া চিফ লতিফুর রহমান উজ্জ্বল।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসী সাংবাদিকদের অভিজ্ঞতা ও সাংবাদিকতা জগতে তাঁদের অবদান তুলে ধরেন। পাশাপাশি নারী সাংবাদিকদের কার্যক্রম আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।