নতুন বাংলাদেশে সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ

নতুন বাংলাদেশে সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ

'জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ আদায়ের ঘোষণা দিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঢাকা শহীদ মিনারের সমাবেশ থেকে 'জুলাই ঘোষণাপত্র' ও 'জুলাই সনদ' আদায় করে নেওয়া হবে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় সিলেটে 'জুলাই পদযাত্রা' শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ওই সমাবেশে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।

সিলেটবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আগামীর নতুন বাংলাদেশে সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ। সিলেটবাসী আজ তা দেখিয়ে দিয়েছেন।

নাহিদ বলেন, সিলেটবাসী জুলাই আন্দোলনে যে অবদান রেখেছেন গোটা দেশকে তা অনুপ্রেরণা যুগিয়েছে। আমরা সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এ প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিক এটিএম তুরাবসহ সিলেট জেলায় জুলাই গণঅভ্যুত্থানে ১৭ জন শহিদ হয়েছেন। আমরা তাদের কথা ভুলিনি। আমরা সেইসব শহিদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এসেছি এই সিলেটে।

এনসিপির পদযাত্রায় সিলেটবাসীর সমর্থন প্রসঙ্গে নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এই সিলেটের স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে সমর্থন দিয়েছিল, তা বাংলাদেশকে অনুপ্রাণীত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর সংগ্রামের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।

জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি গঠিত হয়েছে। সেখানে আপনাদের এলাকার সন্তান অর্পিতা এহতেশাম জুনায়েদ ভাই আছেন। তারা এখানে এনসিপিকে শক্তিশালী করছে। সিলেটের আনাচে কানাচে আজ জনতার ভীড়। আপনারা দেখিয়ে দিয়েছেন আগামীতে সিলেট হবে এনসিপির দুর্গ।

সিলেট মহানগর এনসিপির প্রধান সমন্বয়ক আবু সাদেক মো. খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভা পরিচালনা করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

এতে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম বক্তব্য রাখেন।