গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে'র নির্বাচনকে কেন্দ্র করে মাসুক-শুকুর- নুরুল পরিষদ ঘোষণা

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে'র নির্বাচনকে কেন্দ্র করে মাসুক-শুকুর- নুরুল পরিষদ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি 

আগামী ১৯শে অক্টোবরে অনুষ্ঠিতব্য আর্ত মানবতার কল্যাণে গঠিত গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে'র নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের ট্রাস্টিবৃন্দের একটি সার্বজনীন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে। সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মাসুক আহমেদের আহব্বানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শামছুল হক। সংগঠনের অন্যতম ট্রাস্টি শাহিন আহমেদের কোরআন তেলাওয়াতে শুরু হওয়া সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ। বিপুল সংখ্যক ট্রাষ্টিবূন্দের উপস্থিতিতে সকলের ঐক্যমতের ভিত্তিতে আগামী নির্বাচনে একটি সার্বজনীন প্যানেলে নির্বাচনের অঙ্গীকার করা হয়। সভায় উপস্থিত সকলের সমর্থনে বর্তমান সাধারণ সম্পাদক মাসুক আহমেদকে সভাপতি, শরীফগঞ্জ ইউনিয়নের আব্দুস শুকুর কে সাধারণ সম্পাদক ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের সংগঠনের সাবেক সহ সভাপতি নুরুল ইসলামকে কোষাধ্যক্ষ করে মাসুক-শুকুর- নুরুল পরিষদ ঘোষণা করা হয়। এসময় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন সংগঠনের সাবেক উপদেষ্টা দিলওয়ার হোসেন লেবু, প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমেদ সাদ, সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রস্টের সাবেক সভাপতি সিফত আলী আহাদ, পারভেজ কোরেশী,

মোহাম্মদ দিলওয়ার হোসেন, মাইজ উদ্দিন, আফসার হোসেন এনাম, মামুনুর রশিদ খান টেনু, মোহাম্মদ শওকত আলী, আব্দুল বারী নাছির, আব্দুন নূর, ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল লতিফ নিজাম, আব্দুল আহাদ কয়েছ, মারুফ আহমেদ, রিয়াজ উদ্দিন, ওলীউর রহমান খান, 

গনী মিয়া, সাবেক সহ সভাপতি, আক্তার হোসেন, আব্দুল ওয়াদুদ, উপদেষ্ঠা রফিকুল ইসলাম নজরুল, আজিজুস সামাদ, মাসুদ আহমেদ জোয়ারদার, সালাহ উদ্দিন, কামাল উদ্দিন, ফারুক আহমেদ, রায়হান উদ্দিন, আব্দুল মতিন, সুহেল আহমদ, আব্দুর রহমান খান সুজা, বদরুল আলম বাবুল, সালাহ উদ্দিন, সাহেদ চৌধুরী, দেওয়ান আব্দুল বাসিত, কাওসার আহমদ জগলু, আব্দুল ওয়াদুদ, শাহ আলম, মুহিবুল হক, এম এ ওয়াদুদ এমরুল, সায়েম আহমেদ, আহমেদ ইমতিয়াজ , আখলাকুল আম্বিয়া. খালেদ আহমেদ, আব্দুর রউফ প্রমুখ।