যুক্তরাজ্যের বাড়িওয়ালাদের ভাড়ার ট্যাক্স থেকে উঠতে পারে ২ বিলিয়ন পাউন্ড

নূরজাহান শিল্পী
যুক্তরাজ্যের ট্রেজারি আসন্ন শরৎকালীন বাজেটে বাড়িওয়ালাদের ভাড়ার আয়ের ওপর কর আরোপের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।
প্রস্তাবটি মূলত ন্যাশনাল ইনস্যুরেন্স (জাতীয় বীমা) করকে ভাড়ার আয়ের ওপর প্রসারিত করার বিষয়কে কেন্দ্র করে, যা বর্তমানে এ খাতে প্রযোজ্য নয়। প্রায় ৪০ বিলিয়ন পাউন্ড বাজেট ঘাটতি পূরণে এটি সম্ভাব্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
লেবার পার্টির অভ্যন্তরীণ সূত্র দ্য টাইমসকে জানিয়েছে, সম্পত্তি আয়কে “অতিরিক্ত তহবিলের একটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য উৎস” হিসেবে দেখা হচ্ছে এবং বাড়িওয়ালাদেরকে “অর্জিত নয় এমন আয়” (unearned revenue) থেকে কর আদায়ের একটি ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বর্তমানে সম্পত্তি, সঞ্চয় ও পেনশন আয়ের ওপর ন্যাশনাল ইনস্যুরেন্স প্রযোজ্য নয়। তবে এ করকে ভাড়ার আয়ের ওপর সম্প্রসারণ করা হলে প্রায় ২ বিলিয়ন পাউন্ড রাজস্ব আসতে পারে।
তবে এস্টেট এজেন্টরা ইতিমধ্যে সতর্ক করছেন যে রেচেল রিভসের শরৎকালীন বাজেটে সম্ভাব্য সম্পত্তি কর সংক্রান্ত জল্পনা বাজারের চাহিদাকে কমিয়ে দিতে পারে এবং সংবেদনশীল হাউজিং মার্কেটে প্রভাব ফেলতে পারে।
সম্পত্তি বিষয়ক ওয়েবসাইট জুপলা (Zoopla) বলেছে, কর সংক্রান্ত এই জল্পনা অনেক ক্রেতাকে “অপেক্ষা ও দেখার কৌশল” নিতে প্রলুব্ধ করতে পারে। এতে ৫ লাখ পাউন্ডের নিচে ক্রয়কারীরা সাশ্রয়ী সুযোগের প্রত্যাশায় অপেক্ষা করতে পারেন, আর এর উপরে যারা কিনতে চান তারা ক্ষতির আশঙ্কায় দ্বিধায় পড়তে পারেন। (সূত্র: টাইমস ও গার্ডিয়ান)