এলেবেলে জীবন
পিয়াল রায়
রোজ সকালে একগাদা বোঝা
টানতে টানতে হাজির
বলবে, বেঁচে থাকা এনেছি গো
দাম বেশ কম
কিনবে?
যদি জিজ্ঞেস করি
সস্তা কেন এত?
ঝাকড়া চুল ঝুড়ো ঝুড়ো হাসবে
আর লুটোপুটি খেতে খেতে বলবে
আজ জল মেশাইনি একটুও
পিয়াল রায়
রোজ সকালে একগাদা বোঝা
টানতে টানতে হাজির
বলবে, বেঁচে থাকা এনেছি গো
দাম বেশ কম
কিনবে?
যদি জিজ্ঞেস করি
সস্তা কেন এত?
ঝাকড়া চুল ঝুড়ো ঝুড়ো হাসবে
আর লুটোপুটি খেতে খেতে বলবে
আজ জল মেশাইনি একটুও
আগের সংবাদ
পরবর্তী সংবাদ

