গোলাপগঞ্জের সাংবাদিক অজামিল চন্দ্র নাথের মৃত্যু

বাংলাভাষী ডেস্ক :
গোলাপগঞ্জের সাংবাদিক অজামিল চন্দ্র নাথ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
রোববার (৮ সেপ্টেম্বর ) আনুমানিক সন্ধ্যা ৭টার সময় তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
অজামিল চন্দ্র নাথ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের হলধর চন্দ্র নাথের পুত্র।
তিনি দৈনিক শ্যামল সিলেট গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন প্রি ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
এদিকে, সাংবাদিক অজামিল চন্দ্র নাথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক আব্দুল আহাদ, এম আব্দুল জলিল, মাহফুজ আহমদ চৌধুরী, শহিদুর রহমান সুহেদ, মাহবুবুর রহমান চৌধুরী, জাহিদ উদ্দিন, আব্দুল আজিজ, আজিজ খান, শাহ আলম, বদরুল আলম, ফাহিম আহমদ, ডি এইচ মান্না, সামিল হোসেন প্রমুখ।
বিবৃতিতে তারা তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।