ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল এর ১২৫ বছর পূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠিত

বাংলাভাষী ডেস্ক:

গত ১৫ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের অট্টিয়াম হলে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল এর গৌরবের ১২৫ বছর পূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। 

প্রাক্তন শিক্ষার্থী এবং ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে'র আয়োজিত উদযাপন কমিটির উদ্যোগে সন্ধ্যা ৬টায় হলের বাহিরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুল পর্ব শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন সাহেদ উদ্দিন। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উদযাপন কমিটি ও প্রাক্তন শিক্ষার্থীরা।

উদযাপন পরিষদের সদস্য সচিব আব্দুল বাছির এর পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক মামুনুর রশীদ খান এবং ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে'র প্রেসিডেন্ট নুর উদ্দিন শানুর। এ পর্বে আরো বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার জেনারেল সেক্রেটারি ইয়ামীম রুহুল হোসেন দিদার এবং ট্রেজারার মোহাম্মদ শামীম আহমদ।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উদযাপন কমিটিকে পরিচয় করিয়ে দেন উদযাপন কমিটির সদস্য এবং ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার জেনারেল সেক্রেটারি ইয়ামীম রুহুল হোসেন দিদার। এ পর্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক দেলওয়ার আহমদ শাহান ও আনোয়ার শাহজাহান, সদস্য সচিব আব্দুল বাছির, সদস্য আবজল হোসেন, আব্দুল লতিফ নিজাম ও ইকবাল আহমদ চৌধুরী, রেজিস্ট্রেশন সাব কমিটির আহবায়ক মো: রেদওয়ান হোসেন রেজা, পাবলিসিটি সাব-কমিটির আহবায়ক জাকির হোসেন, প্লানিং এন্ড এরেঞ্জমেন্ট সাব কমিটির আহবায়ক রায়হান উদ্দিন, রিসিপশন সাব-কমিটির আহবায়ক নুরুল ইসলাম, ইভেন্ট ম্যানেজমেন্ট সাব কমিটির আহবায়ক সুহেল আহমদ চৌধুরী এবং ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সাব কমিটির আহবায়ক মো: সেলিম আহমদ। 

অনুষ্ঠানের তৃতীয় পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। এ পর্ব পরিচালনা করেন উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহান। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যাঁরা স্মৃতিচারণ করেন তাঁরা হলেন, আতাউর রহমান আঙুর মিয়া, এম শামসউদ্দিন, এমরান আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, দেলোয়ার হোসেন লেবু, ফজল মাহমুদ খান, আফজল হোসেন চৌধুরী, আমিনুর রশীদ খান এমরান এবং সৈয়দ আব্দুল মালিক প্রমুখ।

অনুষ্ঠানের চতুর্থ পর্বে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। এ পর্ব পরিচালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল বাছির। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী, নিউহাম কাউন্সিলের চেয়ার স্পিকার কাউন্সিলার রহিমা রহমান, 
লন্ডন বারা অব রেডব্রীজের কাউন্সিলের মেয়র জোৎস্না ইসলাম, গিলফোর্ড কাউন্সিলের মেয়র কাউন্সিলর মাসুক মিয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, কাউন্সিলার আব্দুল আজিজ তকি, কাউন্সিলর আ ম অহিদ, কাউন্সিলর সাম ইসলাম, কাউন্সিলর মুজিবুর রহমান, কাউন্সিলর রিতা বেগম, কাউন্সিলার ফয়জুর রহমান, সাবেক স্পিকার আহবাব হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানের পঞ্চম পর্বে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল এর উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ পর্ব পরিচালনা করেন উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক এবং ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে'র ভাইস চেয়ারম্যান দেলওয়ার আহমদ শাহান। প্রামাণ্যচিত্র তৈরীতে সহযোগিতা করেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল এর সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাস। 

অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে আমন্ত্রিত অতিথি এবং 'গৌরবের ১২৫ বছর' স্মারকগ্রন্থ স্পন্সরদের পরিচয় করিয়ে দেন উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল বাছির। স্পন্সরা হলেন ইনটুইটিব পোস, জিবি লিংক এস্টেট এজেন্ট, স্কেন পার্সোনাল কেয়ার, পিপলস কেয়ার, লন্ডন বাংলা স্কুল, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই এসোসিয়েশন, লন্ডন মটরস, তাজ এক্সপ্রেস, রোজেনবাগ এসোসিয়েট, লন্ডন ভ্যানু, বিনটেজ এক্সিডেন্ট ম্যানেজমেন্ট, গ্লোবেক্স লেস্টার, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে, 
টপ গাইজ,জালালাবাদ ফাউন্ডেশন ইউকে, ড্রাবলিউপিসি ওয়ার্ক পারমিট ক্লাউড, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, লডসঅনস এস্টেট এজেন্ট, পঞ্জখানা, পেহটেপ, সিটি ব্রিকস, ড্রিমস ব্যাংকুইটিং, এম শামসউদ্দিন, সোহেল আহমদ চৌধুরী, মো আবুল কালাম এবং মোস্তফা রহমান হিমেল।

অনুষ্ঠানের সপ্তম পর্বে 'গৌরবের ১২৫ বছর' স্মারকগ্রন্থ এর মোড়ক উন্মোচন করা হয়। এ পর্ব পরিচালনা করেন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে'র জেনারেল সেক্রেটারি ইয়ামীম রুহুল হোসেন দিদার। মোড়ক উন্মোচন করেন স্পিকার কাউন্সিলার রহিমা রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্মারকগ্রন্থের সম্পাদনা পরিষদের সদস্য ওয়েছ আহমদ, আনোয়ার মুরাদ এবং জাবেদ আহমদ সহ উদযাপন কমিটির সদস্যরা। 

অনুষ্ঠানের অষ্টম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ পর্ব পরিচালনা করেন উদযাপন কমিটির আহবায়ক মামুনুর রশীদ খান এবং শেলি। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শেষে রাফেল ড্র এবং কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এ পর্ব পরিচালনা করেন সদস্য সচিব আব্দুল বাছির।

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল এর ১২৫ বছর পূর্তি এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে আরো যাঁরা উপস্থিত ছিলেন তারা হলেন, সাবেক কাউন্সিলর রাবিনা খান, রাজনীতিবীদ আব্দুল আহাদ চৌধুরী, কমিউনিটি সংগঠক ভিপি খছরুজ্জামান খছরু, বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, লেখক গবেষক ফারুক আহমদ, প্রফেসর মিছবা কামাল,
সমাজকর্মী আনোয়ার আলমগীর, আব্দুল কাইয়ুম হান্নান, ফারুক উদ্দিন, সাংবাদিক রহমত আলী, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু,  সম্পাদক মো: তাজুল ইসলাম, সাবেক কাউন্সিল লিডার মতিনুজ্জামান, সাবেক স্পিকার মিজান চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সাংবাদিক এনাম আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে'র প্রতিষ্ঠাতা সাধারণ, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে'র সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সাবেক সভাপতি আলতাফ হোসেন বাইছ, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, সহ-সভাপতি জবরুল ইসলাম লনি, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে'র নব-নির্বাচিত চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, জেনারেল সেক্রেটারি মাসুক আহমদ, ট্রেজারার মিকাইল আহমদ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক মনজুর আহমদ শাহনাজ, সাবেক সভাপতি ফেরদৌস আলম ও মো: বেলাল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে'র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ও সালেহ আহমদ, স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত, কমিউনিটি সংগঠক রাবেয়া জামান জোসনা (জ্যোতি), সৈয়দ নুরুল ইসলাম, একলিম চৌধুরী, দিলু চৌধুরী, আব্দুল আজিজ ফারুক, আফসর খান সাদেক, আব্দুস সুবহান বারী, সাহেদ উদ্দিন, উম্মে কুলসুম, সাহেদ উদ্দিন, বদরুল উদ্দিন রাজু, লুৎফুর রহমান ছায়াদ, মহসিন বস্ক চৌধুরী, আব্দুল কাদির, আলী হোসেন, ইসলাম উদ্দিন, মাসুদ আহমদ, আকমল হোসেন প্রমুখ।

উদযাপন কমিটির উপদেষ্টারদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: জামাল উদ্দিন, রুহুল আমিন সেলিম, জুবায়ের আহমদ খান মিলন, নজরুল ইসলাম নজরুল, আব্দুল খালিক ফখর উদ্দিন, ফজলুল হক, মোস্তফা আহমদ প্রমুখ।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ সালমা রহমান, এনাম আহমদ, তমিজুর রহমান রঞ্জু, মোহাম্মদ আব্দুল মতিন, শাহিন আহমদ, সুহেদ আহমদ, গোলাম মনোয়ার খান বাবর, ময়েজ উদ্দিন, টিপু রহমান, সাইফুল আলম, শিহাব উদ্দিন, ইমরানুল হক, ফয়জুর রহমান, আব্দুল কাদির জাফরী, শাহরিয়ার আহমদ সুমন, দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম, মকসুদ আহমদ শাহজান, বাবলু ইসলাম মোসাদ্দিক আহমদ, দেলোয়ার হোসেন দিলু, নজমুল ইসলাম, মাহবুব হক মুফতি, লিকন আহমদ, এনাম খান, ইমরুল হোসেন, সাব্বির আহমদ, সাদিয়া শারমিন, জাবের খান, বিউটি উদ্দিন, রেজওয়ান হোসেন শিপলু, সালমান আহমদ জুমন, মুকিতুর রহমান, মহসিন সিরাজ লস্কর, আব্দুল হান্নান নাছির, খালেদ আহমদ, সোহেল আহমদ, মামুন কে চৌধুরী, হেলাল আহমেদ, এনাম উদ্দিন, তাজ উদ্দিন, জিবরান আহমদ, নাসিফ শফিক, আকরাম হোসেন দারা, কামিল আহমদ, আকরাম হোসেন দারা, শ্যামল আহমদ, গোলাম রসুল খান প্রমুখ। 

পূনর্মিলনী অনুষ্ঠানে ডা: কালী প্রদীপ চৌধুরীর সৌজন্যে সবাইকে মিস্টি মুখ করানো হয়।