১৬ মার্চ সিলেট যাবে বাংলাদেশ দল

বাংলাভাষী ডেস্কঃঃ

ইংল‌্যান্ডের বিপক্ষে সিরিজ এখনো শেষ হয়নি বাংলাদেশের। কিন্তু এরই মাঝে আরেকটি সিরিজ খেলার জন‌্য এসে পড়েছে আয়ারল‌্যান্ড। বাংলাদেশে এসেই তারা বিমানবন্দর থেকে সরাসরি চলে গেছে সিলেটে। সেখানেই হবে দুই দেশের পূর্ণাঙ্গ সিরিজের প্রথম ম‌্যাচ। সিরিজ শুরু হবে ওয়ানডে ম‌্যাচ দিয়ে ১৮ মার্চ।

আজ (১৩ মার্চ) থেকে আয়ারল‌্যান্ড নেমে পড়বে অনুশীলনে। কিন্তু বাংলাদেশ দল সিলেটে কবে যাবে? ইংল‌্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হবে ১৪ মার্চ। প্রথম ২ ম‌্যাচ জিতে বাংলাদেশ প্রথমবারের মতো ইংল‌্যান্ডের বিপক্ষে জিতে নিয়েছে টি-টোয়েন্টি সিরিজ। শেষ ম‌্যাচ জিততে পারলে হোয়াইটওয়াশ হবে ইংল‌্যান্ড। এরপর একদিন বিশ্রাম নিয়ে ১৬ মার্চ বিকালে বিমানে বাংলাদেশ দল যাবে সিলেটে।

সিলেটে গিয়ে বাংলাদেশ প্রথম ম‌্যাচের আগে একদিন অনুশীলন করার সুযোগ পাবে। ১৮ মার্চ প্রথম ওয়ানডে ম‌্যাচের আগের দিন ১৭ মার্চ করবে অনুশীলন। ১৮ মার্চ খেলা শুরু হবে বেলা ২টায়।

আয়ারল‌্যান্ডের বিপক্ষে ৩ ম‌্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রথম ২ ম‌্যাচের জন‌্য ১৬ সদস‌্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও জাকির হাসান।