গোলাপগঞ্জে বিএনপি নেতা অহিদ আহমদের ইফতার মাহফিলে সুধিজনদের মিলন মেলা

গোলাপগঞ্জে বিএনপি নেতা অহিদ আহমদের ইফতার মাহফিলে সুধিজনদের মিলন মেলা


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বিএনপির চেয়ারপার্সন এর ফরেন অ্যাফেয়ার্স  এডভাইজারী কমিটির সদস্য আ ম অহিদ আহমদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে সুধিজনদের মিলন মেলায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সংলগ্ন একটি  অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর ফরেন অ্যাফেয়ার্স  এডভাইজারী কমিটির সদস্য আ ম অহিদ আহমদ, সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল আহমদ, সাংবাদিক মোঃ ফয়ছল আলম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মুহি উস সুন্নাহ চৌধুরী নার্জিস, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পি.পি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, বদরুল আলম, জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, নিউইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক  ফয়েজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ সভাপতি আব্দুল জলিল সেলিম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সহ সাধারণ সম্পাদক জামেল আহমদ চৌধুরী, সদস্য নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, পৌর যুবদলের আহবায়ক এনাম আহমদ, সদস্য সচিব আজিজুল ইসলাম মুন্না, প্রবাসী সাংবাদিক আনোয়ার শাহজাহান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল।

মাহফিল পূর্ব আলোচনা সভায় আ.ম আহদ বলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজার তথা সিলেটের মানুষের স্বার্থে বরাবরই কাজ করেছি। ভবিষ্যতে সুযোগ পেলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা সমাধানে কাজ করবো।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখি সমৃদ্ধিশালী দেশ হবে। 

তিনি, মহান স্বাধীনতা ও জুলাই অভূর্থান সহ সকল শহীদ সহ আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।