রিয়াদ জালালাবাদ এসোসিয়েশন এর নতুন কমিটিতে মাহতাব উদ্দিন সভাপতি মুক্তাদির হোসেন সম্পাদক
বাংলাভাষী ডেস্ক :
ঐতিহ্যবাহী সংস্থা রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের ২০২৩-২০২৪ সালের কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মো. মাহতাব উদ্দিন । সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মুক্তাদির হোসেন।
গত ২০ জুন রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে সংস্থার সদস্যদের উপস্থিতিতে আগামী দুই্ বছরের জন্য এ কমিটি করা হয়। সেই সাথেএকটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
উপদেষ্টা কমিটির সদস্যরা হচ্ছেন হাজী ঈসমাইল হোসেন, আব্দুল মোহিত, ফজলুল হক , চান মিয়া, জাহিদ হোসেন,আজিজুর রহমান আজাদ, গোলাম হোসেন রায়হান ও জামাল উদ্দিন। কার্যকরি কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন সভাপতি মাহতাব উদ্দিন, সহ সভাপতি সফিকুল ইসলাম সাইফুল( সিলেট), সহ সভাপতি আবুল হাসনাত( সুনামগঞ্জ) সহ সভাপতি নুরুজ্জামান সুমন( মৌলভীবাজার), সহ সভাপতি আবুল বাশার(হবিগঞ্জ), সাধারণ সম্পাদক মুক্তদির হোসাইন, সহ সাধারণ সম্পাদক: দুলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান,সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার আম্বিয়া,অর্থ সম্পাদক শেখ ফয়েজ আহমদ, সহ অর্থ সম্পাদক: কাওসার খান,প্রচার সম্পাদক: মহি উদ্দিন বিন মাহত্াব, সহ প্রচার সম্পাদক কামরান ইবনে কাপ্তান, সমাজ কল্যাণ সম্পাদক শাহীন আহমদ, সাহিত্য ও দফতর সম্পাদক আমিন শরীফ উল্লাহ সিদ্দেকী, সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার বাচ্চু, ক্রীড়া সম্পাদক জুনেদ আহমদ,সহ ক্রীড়া সম্পাদক জুয়েল আহমদ,আপ্যায়ন সম্পাদক মাতাব মিয়া, সহ আপ্যায়ন সম্পাদক সাঈদ আহমদ,ধর্ম বিসয়ক সম্পাদক মো. শাহজান এবং কার্যকরী সদস্য আবুল মিয়া।