মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনিদ্রিষ্ট অভিযোগে দুই যুবদল নেতা স্থায়ী বহিষ্কার 

মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনিদ্রিষ্ট অভিযোগে দুই যুবদল নেতা স্থায়ী বহিষ্কার 

তানভীর চৌধুরী 

মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনিদ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার সদর উপজেলার মনুর মুখ ইউনিয়নের আহবায়ক রায়হান আহমেদ তালুকদার ও কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলমকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (০১ অক্টোবর) মৌলভীবাজার জেলা যুবদলের 

সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত এর অনুমোদনে দপ্তর সম্পাদক হাবিবুল বাশার হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত বিষয়টি নিশ্চিত করে বলেন, রহিমপুর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলমের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, এমনকি সে তার ভাইয়ের পরিবারের সদস্যদেরকও মারধরের অভিযোগ রয়েছে। এছাড়া রায়হান আহমেদ তালুকদারের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে।