কনজারভেটিভদের ঘোষণা: যুক্তরাজ্যে সুবিধা বঞ্চিত বিদেশিরা নিজ দেশে ফিরে যেতে পারেন

কনজারভেটিভদের ঘোষণা: যুক্তরাজ্যে সুবিধা বঞ্চিত বিদেশিরা নিজ দেশে ফিরে যেতে পারেন

কনজারভেটিভ পার্টি এমন একটি পরিকল্পনা ঘোষণা করেছে, যার আওতায় শুধুমাত্র যুক্তরাজ্যের নাগরিকরাই সামাজিক নিরাপত্তা (benefits) সুবিধা পাবেন। বিদেশিদের ক্ষেত্রে এই সুবিধা বন্ধ হবে, এমনকি যারা বহু বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন বা ‘indefinite leave to remain’ পেয়েছেন, তারাও এর বাইরে থাকবেন।

শ্যাডো চ্যান্সেলর মেল স্ট্রাইড জানান, যেসব বিদেশি এই নীতির কারণে আর্থিক সংকটে পড়বেন, তারা চাইলে নিজেদের দেশে ফিরে যেতে পারবেন।

এই পরিকল্পনার মাধ্যমে বছরে প্রায় £৪৭ বিলিয়ন সরকারি ব্যয় কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে—এর মধ্যে £২৩ বিলিয়ন আসবে কল্যাণভাতা কমানো থেকে। আরও £৮ বিলিয়ন সাশ্রয় হবে প্রায় ১,৩০,০০০ সরকারি চাকরি কমিয়ে এবং £৭ বিলিয়ন বাঁচানো হবে বৈদেশিক সাহায্য কমিয়ে।

স্ট্রাইড বলেন, “কল্যাণ খাতের ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যুক্তরাজ্যের নাগরিকত্বের মানে থাকা উচিত, আর এই সুবিধাগুলো তাদের জন্যই হওয়া উচিত।”

তবে ইইউ নাগরিকরা এই নীতির বাইরে থাকবেন, কারণ তাদের সুবিধা পোস্ট-ব্রেক্সিট চুক্তির অংশ।