১৪০০ বছরের ঐতিহ্য ভেঙে নারী নেতৃত্বে চার্চ অব ইংল্যান্ড

চার্চ অব ইংল্যান্ডের ১,৪০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী আর্চবিশপ হিসেবে নিয়োগ পেয়েছেন সারাহ মুলালি। তিনি ক্যান্টারবারির ১০৬তম আর্চবিশপ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। পূর্বে নার্স ও ইংল্যান্ডের প্রধান নার্সিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মুলালি জাস্টিন ওয়েলবির উত্তরসূরি হবেন, যিনি নির্যাতন কেলেঙ্কারির দায়ে পদত্যাগ করেছিলেন। তার এই নিয়োগ অনুমোদন করেছেন রাজা তৃতীয় চার্লস এবং বিষয়টি স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রায় দুই কোটি সদস্যবিশিষ্ট চার্চ অব ইংল্যান্ডের পাশাপাশি বিশ্বব্যাপী অ্যাংলিকান সম্প্রদায়ের নেতৃত্বেও বসবেন মুলালি। এটি চার্চের দীর্ঘ ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।