একজন তুমি

নাজরিন আরা
তুমি এসেছিলে জীবনে
নব কিশলয়ে সাজালে আমাকে নব নব মণিহারে।
কত বর্ণে কত শব্দে কত যে ব্যাকুলতা
তোমার কথায় ছিল যে কত ভালোবাসা আকুলতা।
হৃদ মন্দিরে রাখবে ধরে দুহাত বাড়াবে সোহাগে
তোমার হ্দয়ের ধকধক শব্দ আমাকে ভোলাবে।
হৃদপদ্মে রেখেছি যে মণি সে তোমারি মণিহার
আমার কবিতা সোহাগে আদরে তোমারি অধিকার।
ভালোবাসার দোলে দোলানো আবেগের যত নদী
তোমার তরেই থাকলো সে বইবে নিরবধি।
দুচোখ ভরে দেখবো তোমায় কপোলে চুমু এঁকে
কপাল মাঝে জোনাক টিপে সাজাবো তোমাকে।
আমার দেয়া নাকফুলটি পরো তুমি যতনে
সাগর সেঁচা মুক্তো তুমি আমার ছোট্ট এ জীবনে।
লাল শাড়িটি জড়িয়ে রেখো তোমার নধরা শরীরে
ঠোঁটের কোণের মৃদু হাসিটি চিরদিন রবে স্মরণে।
পদ্ম পায়ে পরাবো তোমায় বেলী ফুলের নূপুর
ছন্দে গন্ধে চলবে তুমি ভরবে সোনালি দুপুর।
এমনি কত স্বপ্ন কথা কবিতা ছন্দ আর গানে
করেছিলে তুমি বিভোর আমাকে দিয়েছিলে সুর প্রাণে।
সব ছেড়ে তুমি চলে গেছো বন্ধু নতুনের হাত ধরে
পুরাতন প্রেম মাথা খুঁড়ে মরে বিরহী নদীর পাড়ে।