সিলেটে স্থায়ীভাবে বহিষ্কার হলেন যে ৫ বিএনপি নেতা

সিলেটে স্থায়ীভাবে বহিষ্কার হলেন যে ৫ বিএনপি নেতা

দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট বিভাগের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। 

বুধবার (২১ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

বহিষ্কৃতদের মধ্যে সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে জেলা পর্যায়ের শীর্ষ নেতারা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের বিএনপি নেতা ও জেলা কমিটির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন এবং সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সহসভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন। 

এছাড়া সিলেট-৫ আসনের নেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশীদকেও (চাকসু) বহিষ্কারের তালিকায় রাখা হয়েছে।

মৌলভীবাজার-৪ আসনের জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

অন্যদিকে, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়াকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়েছে।