পূর্ব লন্ডনে নাইট আউটে এক অপরিচিত ব্যক্তিকে খুনের দায়ে হামজা কামালির যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা

পূর্ব লন্ডনে নাইট আউটে এক অপরিচিত ব্যক্তিকে খুনের দায়ে হামজা কামালির যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা

বাংলাভাষী ডেস্ক 

পূর্ব লন্ডনের বাসিন্দা হামজা কামালি (২৯) এক অপরিচিত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। নিহত সালি বেয়া (৩৮) গত বছর ১০ আগস্ট শনিবার ভোরে রমফোর্ড রোডের একটি ভেন্যুর বাইরে ছুরি কাঘাতে

 নিহত হন।

ঘটনার আগের দিন, অর্থাৎ ৯ আগস্ট সন্ধ্যায় সালি বেয়া ও তার বন্ধুরা স্ট্র্যাটফোর্ডে একটি পার্টিতে অংশ নেন। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে তাঁরা রাতে আনন্দের শেষ পর্বে অংশ নিতে একটি নাইটক্লাবে যান।

তাঁরা ক্লাবে প্রবেশ করার প্রায় এক ঘণ্টা পর, সালির এক বন্ধু ক্লাবের বাইরে হামজা কামালির পরিচিত একদল পুরুষের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন।

এই ঘটনাক্রমেই পরে সালি বেয়ার ওপর হামলা হয় এবং তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হামজা কামালিকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তিনি যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।